আজকের এই আর্টিকেলে কিভাবে যেকোন সিমের কল লিস্ট বের করবেন তা নিয়ে আলোচনা করব। আপনি যদি কোন সিমের ডিলিট করা কল লিস্ট সহ যাবতীয় কল হিস্টোরি বের করতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন। অনেক সময় নানা কারনে আমাদের নিজের ফোনের অথবা অন্যের কল লিস্ট যাচাই করার প্রয়োজন পড়ে। কিন্তু সঠিক কোন উপাইয় জানা না থাকার কারনে আমরা যেকোন সিমের যাবতীয় কল লিস্ট বের করতে পারিনা। তাই আপনাদের জন্য আমার আজকের এই আর্টিকেল লেখা।

কেন যেকোন সিমের কল লিস্ট বের করা দরকার?

অনেক সময় প্রয়োজনীইয় কল লিস্ট আমাদের ফোন থেকে ডিলিট করে ফেলি অথবা অনিচ্ছাকৃতভাবে ডিলিট হয়ে যায়। পরবর্তীতে সে কল লিস্ট চেক করার প্রয়োজন পড়ে। কিন্তু ফোনে সেসকল কল লিস্ট না থাকার কারনে আমরা কল হিস্টোরি যাচাই করতে পারিনা। তাই আমাদের নানা রকম অসুবিধায় পড়তে হয়।

সেজন্য আমাদের সবারই জেনে রাখা দরকার কিভাবে আপনারা যেকোন সিমের কল লিস্ট বের করতে পারবেন। যেন প্রয়োজনের সময় আপনারা ইচ্ছে করলেই যেকোন সিমের ডিলিট হয়ে যাওয়া কল হিস্টোরি সহ যাবতীয় কল লিস্ট বের করতে পারেন।

কিভাবে সিমের কল হিস্টোরি বের করবেন?

আপনারা অনেক উপায়ে অন্যের কল লিস্ট বের করতে পারবেন। তারমধ্য থেকে কয়েকটি কার্যকরী উপায় আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা চাইলে যেকোন ফোন থেকে ডিলিট হওয়া কল লিস্ট সহ যাবতীয় কল লিস্ট অনলাইনে চেক করতে পারবেন। অনলাইনে কল লিস্ট চেক করার কার্যকরী মাধ্যমগুলো জানা থাকলে আপনি যেকোন সিমের কল লিস্ট নিজেই বের করে ফেলতে পারবেন।

রবি কল লিস্ট বের করার উপায়

আমাদের মাঝে অনেকেই আমাদের অথবা অন্যজনের রবি কল লিস্ট চেক করতে চাই। কিন্তু অনেক সময়ই আমাদের হাতে কাংখিত মোবাইল ফোনটি থাকেনা অথবা মোবাইল ফোন থেকে সে সকল কল লিস্টগুলো ডিলিট করে দেওয়া হয়। তাই আমরা চাইলেও সেসকল কল লিস্ট গুলো দেখতে পারিনা। তাই আমি আপনাদের মাঝে কিভাবে রবি কল লিস্ট চেক করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি।

খুব সহজেই আপনে চাইলে অনলাইনের মাধ্যমে রবি কল লিস্ট চেক করতে পারবেন। রবি কল হিস্টোরি যাচাই করার জন্য আপনাকে কিছু ধাপ অনুসরন করতে হবে। প্রথমে আপনাকে আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনারা উপরে সার্চ বক্স দেখতে পাবেন। সেই সার্চ বক্সে My Robi লিখে সার্চ করবেন।

See also  কল রেকর্ড করুন আগের মতো কেও বুঝতে ও পারবেন না।

তারপর আপনারা উপরের স্ক্রিনশটের মতো একটি এপস দেখতে পাবেন। এখান থেকে My Robi এপসটি ইন্সটাল করে নিবেন। তারপর My Robi এপসটি ওপেন করবেন।

My Robi এপসটি ওপেন করলে আপনাদের ফোনের স্ক্রিনে উপরের স্ক্রিনশটের মতো ইন্টারফেস চলে আসবে।

তারপর আপনি যে রবি সিমের কল লিস্ট যাচাই করতে চান সিমের নম্বর টাইপ করে Request OTP অপশনে ক্লিক করবেন।

তারপর আপনার দেওয়া নম্বরে এসএমএস এর মাধ্যমে একটি ওটিপি কোড নম্বর যাবে সেই কোডটি টাইপ করে Continue Login অপশনে ক্লিক করবেন।

তারপর উপরের স্ক্রিনশটের মতো ইন্টারফেস আসলে View More অপশনে ক্লিক করবেন।

তারপর আপনার ফোনের স্ক্রিনে অনেকগুলো অপশন চলে আসবে আপনারা Call History অপশনে ক্লিক করে দিবেন।

তারপর সে রবি সিমের যাবতীয় কল লিস্ট আপনার ফোনের স্ক্রিনে চলে আসবে। এখানে আপনারা তারিখ ও সময় অনুযায়ী কোন নম্বরে কতক্ষন কথা বলা হয়েছে তার লিস্ট চলে আসবে।

উপরের নিয়ম অনুযায়ী আপনারা চাইলে যেকোন রবি সিমের কল লিস্ট চেক করতে পারবেন। আশা করছি আমার দেখানো রবি সিমের কল লিস্ট বের করার উপায় সম্পর্কে আপনারা পরোপুরি বুঝতে পারছেন।

জিপি সিমের কল লিস্ট বের করার উপায়

আপনি যদি একজন জিপি গ্রাহক হয়ে থাকেন অথবা অন্য কারো জিপি সিমের কল লিস্ট যাচাই করতে চান তাহলে আপনি সঠিক জায়গায় আসছেন। আজকের এই আর্টিকেলে কিভাবে সহজেই জিপি সিমের যাবতীয় কল লিস্ট বের করে দেখতে পারবেন তা নিয়ে আলোচনা করব।

যেকোন জিপি সিমের কল লিস্ট বের করার জন্য প্রথমে চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে।

প্লে স্টোরে গিয়ে আপনারা উপরে সার্চ বক্স দেখতে পাবেন। সেই সার্চ বক্সে My GP লিখে সার্চ করবেন।

জিপি সিমের কল লিস্ট বের করার উপায়

তারপর আপনারা উপরের স্ক্রিনশটের মতো একটি এপস দেখতে পাবেন। এখান থেকে My GP এপসটি ইন্সটাল করে নিবেন।

জিপি সিমের কল লিস্ট বের করার উপায়

জিপি সিমের কল লিস্ট বের করার উপায়

ইনস্টাল হওয়ার পর My GP এপসটি ওপেন করবেন।

My GP এপসটি ওপেন করলে আপনাদের ফোনের স্ক্রিনে উপরের স্ক্রিনশটের মতো ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে Sign in অপশনে ক্লিক করবেন।

See also  বিকাশ মালিকানা পরিবর্তন করার সহজ ও কার্যকরী নিয়ম জেনে নিন

তারপর আপনি যে জিপি সিমের কল লিস্ট যাচাই করতে চান সিমের নম্বর টাইপ করে Sign in অপশনে ক্লিক করবেন।

আপনি যে ফোনে এপসটি ডাউনলোড করে কাজ করতেছেন সেই মোবাইলেই যদি কাংখিত সিমটি থাকে তাহলে অটোমেটিক সাইন ইন হয়ে যাবে। যদি আপনি যে সিমের কল লিস্ট চেক করতে চাইতেছেন ওই সিমটি অন্য ফোনে থাকে তাহলে Verify Manually অপশনে ক্লিক করবেন।

তারপর আপনার দেওয়া নম্বরে এসএমএস এর মাধ্যমে একটি ওটিপি কোড নম্বর যাবে সেই কোডটি টাইপ করে রেড মার্ক করা তির চিহ্নে আইকনে ক্লিক করবেন।

তারপর উপরের স্ক্রিনশটের মতো ইন্টারফেস আসলে See More অপশনে ক্লিক করবেন।

তারপর আপনার ফোনের স্ক্রিনে অনেকগুলো অপশন চলে আসবে আপনারা Call History অপশনে ক্লিক করে দিবেন।

তারপর আপনারা Call History অপশনে ক্লিক করে দিবেন।

তারপর সেই জিপি সিমের যাবতীয় কল লিস্ট আপনার ফোনের স্ক্রিনে চলে আসবে। এখানে আপনারা তারিখ ও সময় অনুযায়ী কোন নম্বরে কতক্ষন কথা বলা হয়েছে ডিটেইলস চলে আসবে।

এয়ারটেল সিমের কল লিস্ট বের করার উপায়

বন্ধুরা রবি ও জিপি সিমের মতোই আপনারা চাইলে যেকোন এয়ারটেল সিমের কল লিস্ট বের করতে পারবেন। যেকোন এয়ারটেল সিমের কল লিস্ট বের করে দেখতে পারবেন আপনার নিজের ফোন থেকেই। আপনারা এই পদ্ধতিতে সম্পূর্ন বিনামূল্যে যেকোন এয়ারটেল সিমের যাবতীয় কল লিস্ট বের করে দেখতে পারবেন। ফোন থেকে ডিলিট করে ফেলা কল লিস্ট সহ যাবতীয় কল লিস্টের ডিটেইলস দেখতে পারবেন।

এয়ারটেল সিমের কল লিস্ট দেখার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফোনের প্লে স্টোর এপসে যেতে হবে। তারপর আপনারা উপরের সার্চ বার দেখতে পাবেন। প্লে স্টোরের সার্চ বারে আপনাকে My Airtel লিখে সার্চ করতে হবে।

প্লে স্টোরে My Airtel লিখে সার্চ করার পর আপনাদের ফোনের স্ক্রিনে উপরের স্ক্রিনশটের মতো My Airtel এপসটি চলে আসবে। আপনারা প্লে স্টোর থেকে My Airtel এপসটি ইনস্টাল করে নিবেন।

এয়ারটেল সিমের কল লিস্ট বের করার উপায়

আপনার ফোনে My Airtel এপস ইনস্টাল হওয়ার পর ওপেন করবেন।

এয়ারটেল সিমের কল লিস্ট বের করার উপায়

My Airtel ওপেন করলে আপনাদের ফোনের স্ক্রিনে উপরের স্ক্রিনশটের মতো ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে Sign in এ ক্লিক করে দিবেন।

এয়ারটেল সিমের কল লিস্ট বের করার উপায়

তারপর আপনি যে এয়ারটেল সিমের কল লিস্ট চেক করতে চান সেই নম্বরটি টাইপ করে Sign in Using OTP অপশনে ক্লিক করবেন।

তারপর আপনার দেওয়া কাংখিত এয়ারটেল নম্বরে মেসেজের মাধ্যমে একটি ওটিপি কোড যাবে সেটা টাইপ করে Sign in এ ক্লিক করবেন।

See also  Normal Photo To Full HD instant। ঝাপসা ফটো কে Clear Hd করুন নিমিষেই

তারপর উপরের স্ক্রিনশটের মতো অনেকগুলো অপশন চলে আসবে আপনারা Call History অপশনে ক্লিক করে দিবেন।

এয়ারটেল সিমের কল লিস্ট বের করার উপায়

এয়ারটেল সিমের কল লিস্ট বের করার উপায়

তারপর আপনার কাংখিত এয়ারটেল সিমের যাবতীয় কল লিস্ট আপনার ফোনের স্ক্রিনে চলে আসবে। এই সিম থেকে কত তারিখে কয়টার সময় কতক্ষন কথা বলা হয়েছে সকল ডিটেইলস চলে আসবে।

উপরোক্ত নিয়ম অনুযায়ী আপনারা চাইলেই যেকোন এয়ারটেল সিমের যাবতীয় কল লিস্ট চলে আসবে। আশা করি আপনারা কিভাবে এয়ারটেল সিমের যাবতীয় কল লিস্ট বের করতে পারবেন।

বাংলালিংক সিমের কল লিস্ট বের করার উপায়

বন্ধুরা আপনারা যেকোন বাংলালিংক সিমের যাবতীয় কল লিস্ট বের করতে চাইলে আজকের আর্টিকেলটি আপনার জন্যই। আমার এই আর্টিকেলটি পড়লেই খুব সহজে আপনার এবং অন্যে কারো যেকোন বাংলালিংক সিমের কল লিস্ট দেখতে পারবেন।

বাংলালিংক সিমের কল লিস্ট বের করা অনেক সময় প্রয়োজন পরে। কিন্তু সঠিক কোন উপায় জানা না থাকার কারনে আমরা বাংলালিংক সিমের কল লিস্ট বের করতে পারিনা। কিন্তু এখন থেকে আপনাকে আর বাংলালিংক সিমের কল লিস্ট বের করা নিয়ে চিন্তা করতে হবেনা। চলুন জেনে নেই কিভাবে যেকোন বাংলালিংক সিমের কল লিস্ট বের করতে পারবেন।

বাংলালিংক সিমের যাবতীয় কল লিস্ট বের করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন। তারপর আপনারা প্লে স্টোরের সার্চ বারে গিয়ে MyBL লিখে সার্চ করবেন।

তারপর আপনাদের ফোনের স্ক্রিনে MyBL এপসটি চলে আসবে। আপনারা Install বাটনে ক্লিক করে এপসটি Install করে নিবেন।

আপনার ফোনে MyBL এপসটি ইনস্টাল করার পর এপসটি ওপেন করে দিবেন।

তারপর আপনাদের ফোনে উপরের স্ক্রিনশটের মতো অপশন চলে আসলে Login/Register অপশনে ক্লিক করে দিবেন।

তারপর আপনি যে বাংলালিংক সিমের কল লিস্ট চেক করতে চান সেই বাংলালিংক নম্বরটি টাইপ করে Get OTP অপশনে ক্লিক করে দিবেন।

তারপর আপনার দেওয়া বাংলালিংক সিমে মেসেজের মাধ্যমে একটি ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোড টাইপ করে Verify অপশনে ক্লিক করে দিবেন।

আপনার কাংখিত বাংলালিংক সিমের কল লিস্ট দেখার জন্য Usage History অপশনে ক্লিক করে দিবেন।

তারপর আপনার ফোনে স্ক্রিনে উপরের স্ক্রিনশটের মতো অপশন চলে আসলে আপনারা Minutes অপশনে ক্লিক করে দিবেন।

তারপর আপনার কাংখিত বাংলালিংক সিমের যাবতীয় কল লিস্ট চলে আসবে। এখান থেকে আপনার কাংখিত বাংলালিংক সিম থেকে কোন নম্বর কখন কতক্ষন কথা বলা হয়েছে তা যাচাই করতে পারবেন।

শেষকথা

আপনারা সবাই উপরোক্ত নিয়ম অনুযায়ী যেকোন সিমের কল লিস্ট যাচাই করতে পারবেন। আপনার যেকোন বাংলালিংক সিমের কল লিস্ট, রবি সিমের কল লিস্ট, জিপি সিমের কল লিস্ট, টেলিটক সিমের কল লিস্ট উপরের নিয়ম অনুযায়ী বের করতে পারবেন। কিভাবে সকল সিমের কল লিস্ট বের করবেন তা নিয়ে যদি আপনাদের কোন মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন।