বন্ধুরা ফেসবুক বুস্ট/এড ক্যাম্পেইন/প্রমোট কিভাবে করবেন তা নিয়ে আমরা অনেকেই চিন্তিত। তাই আজকের এই পোস্টে আমি আপনাদের মাঝে শেয়ার করব ফেসবুক বুস্ট/এড ক্যাম্পেইন/প্রমোট কি, কিভাবে নিজের ফেসবুক বুস্ট/এড ক্যাম্পেইন/প্রমোট করতে পারবেন।

ফেসবুক বুস্ট কি?

আমাদের ফেসবুক পেইজের পোস্ট/ভিডিও এর নিচের খেয়াল একটা Boost a Post অপশন থাকে।

ফেসবুক বুস্ট

এই Boost a Post বাটনে ক্লিক করলে আমাদের স্ক্রিনে বুস্ট করার জন্য অডিয়েন্স টার্গেট, প্লেসমেন্ট, পেমেন্ট মেথড, ক্যাম্পেইন গোল সহ নানা অপশন আসে, আমাদের চাহিদামতো সেই অপশগুলো সিলেক্ট করে সাবমিট করলেই আমাদের বুস্ট সাবমিট হয়ে যায়। তারপর ফেসবুক অথোরিটি এটা রিভিউ করে এপ্রোভ করে দেয় এবং আমাদের বুস্ট ক্যাম্পেইন এক্টিভ হয়ে যায়। তারপর তা আমাদের টার্গেট করা অডিয়েন্স এর কাছে পদর্শিত হয়।

ফেসবুক এড ক্যাম্পেইন কি?

আমাদের পেইজের কোন পোস্ট/ভিডিও বা ওয়েবসাইটের কোন প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়ার জন্য এডভান্স লেভেলের যা মাধ্যম রয়েছে সেটাই হলো ফেসবুক এড ক্যাম্পেইন। ফেসবুক এড ক্যাম্পেইন এর মাধ্যমে আপনি যেকোন বিজ্ঞাপন প্রফেশনালী কাস্টমাইজ করে দিতে পারবেন। আপনি চাইলেই বিজ্ঞাপন প্রচার সময় সিডিউল করে দিতে পারবেন এড ক্যাম্পেইন এর মাধ্যমে। এড ক্যাম্পেইন এর মাধ্যমে একই ক্যাম্পেইনে আলাদা আলাদা এড সেট ও এড দিতে পারবেন। ফেসবুক এড ক্যাম্পেইন এর মাধ্যমে ওয়েবসাইটের প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারবেন এতে করে কাস্টমার সহজেই Shop Now/Order Now বাটনে ক্লিক করে প্রোডাক্ট কিনতে পারবে। ফেসবুক এড ক্যাম্পেইন এর মাধ্যমে ফেসবুক শপ/ক্যাটালগ বিজ্ঞাপন দিতে পারবেন। এক কথায় বলতে গেলে ফেসবুক বিজ্ঞাপনের এডভান্স লেভেলের মাধ্যম হচ্ছে ফেসবুক এড ক্যাম্পেইন

ফেসবুক প্রমোট কি?

আমরা যদি আমাদের পেইজটি অডিয়েন্স এর নিকট পৌছাতে চাই তাহলে পেইজ প্রমোট করতে হয়। পেইজ প্রমোট করা হয় আমাদের পেইজকে প্রচার করার জন্য। পেইজ প্রমোট করে পেইজে লাইক ফলোয়ার নেওয়া হয়।

ফেসবুক বুস্ট/এড ক্যাম্পেইন/প্রমোট করতে কি কি লাগবে?

ফেসবুকে বিজ্ঞাপন দিতে গেলে আপনার ডুয়েল কারেন্সি ভিসা/মাস্টারকার্ড থাকতে হবে। যে কার্ড দিয়ে আপনে ফরেন পেমেন্ট করতে পারবেন এমন কার্ড লাগবে। লোকাল ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড হলে সেই কার্ডে ডলার এনড্রোস করতে হবে। 

কিভাবে নিজে নিজেই বুস্ট/প্রমোট করতে পারবেন?

আপনি যদি ফেসবুকে বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনি আপনার ফেসবুক আইডি থেকে/বিজনেজ ম্যানেজার থেকে ফেসবুক এড একাউন্ট তৈরি করে সেই এড একাউন্টে আপনার ফরেন্ট পেমেন্ট সাপোর্টেড কার্ডটি এড করবেন। কার্ড এড করতে কার্ড হোল্ডারের নাম, কার্ড নম্বর, Expire Date, CVC নম্বর চাইবে এবং আপনার ঠিকানা চাইবে এইগুলো ফিলাপ করে দিবেন। তারপর বিলিং ইনফোতে আপনার বিলিং ইনফো দিবেন। তারপর আপনার যদি BIN নম্বর থাকে তাহলে সেই BIN নম্বরটি দিবেন। BIN নম্বর না দিলে ফেসবুক আপনার থেকে ১৫% ভ্যাট কেটে নিবে। আপনার কাছে যদি BIN Number না থাকে তাহলে Digital Tiger BD থেকে খুবই অল্প দামে BIN Number কিনতে পারবেন। তারপর আপনি তা আপনার এড একাউন্টে সেট করে দিবেন তাহলেই আপনি ফেসবুকের ১৫% ভ্যাট থেকে বাচতে পারবেন।

এতক্ষন আপনারা জানলেন কিভাবে ফেসবুক এড ম্যানেজার রেডি করবেন। ফেসবুক এড ম্যানেজার রেডি হয়ে গেলে আপনারা যে পোস্ট বুস্ট করবেন সেই পোস্টে থাকা বুস্ট বাটনে ক্লিক করলেই পরবর্তী ধাপে চলে যাবে সেখানে আপনি আপনার প্রোডাক্ট/সার্ভিসের অডিয়েন্স সিলেক্ট করবেন। আপনার Campaign Goal সিলেক্ট করবেন, কত ডলার বাজেট রাখতে চান ইত্যাদি সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন।

আপনার যদি ডুয়েল কারেন্সি/ ফরেন পেমেন্ট সাপোর্টেড কার্ড না থাকে তাহলে আপনি আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি ডিজিটাল টাইগার বিডি এর মাধ্যমে বুস্ট করতে পারেন।

Facebook Page: https://facebook.com/digitaltigerbd

HelpLine: 01914939770 (Whatsapp)

Email: digitaltigerbd@gmail.com

Website: www.digitaltigerbd.com

Address: Gopaldi, Dhaka, Bangladesh

Google Map: https://maps.app.goo.gl/LxYMHpzQTqFQHUMG7