অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক দরকারি ফটো অথবা অনেক আগের কোনো ফটো অনেক ঝাপসা থাকে,অথবা ফটো এর কোয়ালিটি অনেক কম হয় যেই কারনে ছবি অনেক ঝাপসা থাকে ।
আমাদের মাঝে অনেকেই চায় সেই ঝাপসা ছবি গুলা একদম Clear HD করে ফেলতে,আপনাদের কথা চিন্তা করে আপনাদের মাঝে এমন একটি এপস নিয়ে আসছি যেই এপস দিয়ে আপনারা যেই কোনো ছবি একদম Clear HD করে ফেলতে পারবেন।
আমি আপনাদের নিচে ছবি সহ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই কাজটি করবেন আমার লেখা এবং স্রীনশট ফলো করুন।
চলুন তাহলে সরাসরি চলে যাই আমাদের মূল কাজে।এইটি করতে হলে আপনাদের প্রথমেই চলে যেতে হবে আপনাদের ফোনে থাকা প্লে স্টোর এ ।
প্লে স্টোর এ যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এই রকম একটি সার্চ বার আছে এই সার্চ বার এ আপনারা সার্চ করবেন Remini ঠিক এইরকম ভাবে।
দেখতে পাচ্ছেন যে আমি এখানে সার্চ করে দিয়েছি।
সার্চ করার পরে আপনাদের সামনে এমন চলে আসবে ,যেহেতু আমার ফোনে এই এপ্লিকেশন ইনিস্টল করা আছে তাই এখানে Open লেখা আছে যদি ইনিস্টল করা না থাকতো তাহলে এখানে Install লেখা থাকতো ,আপনাদের Install লেখা থাকবে আপনারা Install করে নিবেন।
আপনি যখন এই এপস ইনিস্টল করে ওপেন করবেন আপনাদের সামনে এমন চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন উপর এর ছবিটায়Maybe Latter লেখা আছে এবং উপরে একটা X চিহ্ন আছে আপনারা ২ টার যে কোনো একটায় ক্লিক করে বেরিয়ে যাবেন।এই রকম মাঝে মধ্যে আসে সবসময় এমন আসবে না।
তারপর আপনাদের সামনে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে আপনারা যেই ছবিটা ক্লিয়ার HD করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে নিবেন ,আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরে একটি ছবি সিলেক্ট করে নিয়েছি,আপনি ছবি সিলেক্ট করার পর আপনাদের সামনে এমন চলে আসবে Watch an Ad একটি লেখা দেখতে পাচ্ছেন এই লেখায় ক্লিক করেবে তাহলে আপনাদের কোনো টাকা খরচ করতে হবে না ।আপনাদের সামনে একটি এড প্লে হয়ে যাবে আপনি সেই এডস টা দেখবেন।
দেখতে পাচ্ছেন যে আমি এই এডস দেখার পরে এমন আসছে আপনাদের সামনেও ঠিক এমন আসবে তার পর আপনারা এই ২ টা X এ ক্লিক করে দিবেন ।
ক্লিক করার পরে আপনাদের সামনে এই রকম চলে আসবে আপনারাদ দেখতে পাচ্ছেন যে এই এপসটি কতটা কার্যকর।আপনার এই মাঝের দাগটি টেনে বাম দিকে নিয়ে যাবেন।
দেখতে পাচ্ছেন আমি বাম দিকে নিয়ে গেছি এবং আমাদের ছবিটি একদম ক্লিয়ার HD হয়ে গেছে।আপনারা উপর এর ছবিটায় দেখতে পাচ্ছেন যে Colors এবং Background লেখা আছে ,আপনারা Colors এ ক্লিক করে আপনাদের অরজিনাল ছবির Color দিতে পারবেন আপনার যেই রকম ভালো লাগে আপনি তাই দিতে পারবেন।
তারপর আপনারা এই Download এ ক্লিক করে দিবেন তারপর এই উপর এর ছবির মতো Save Watch an Ads এ ক্লিক করবেন তারপর আপনার সামনে ৩০ সেকেন্ড এর একটি এড প্লে হবে আপনার এডটি দেখবেন আমার মতো।
এড দেখার পর আপনার ফোনে অটোমেটিক এই ছবি সেভ হয়ে যাবে তারপর আপনি উপর এর ছবিতে মার্ক করা Done বাটন এ ক্লিক করবেন এবং আপনার কাজ শেষ।